Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৫ ১৬:৩৭ | আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ১৬:৪২

ময়মনসিংহ: জেলার গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যাকাণ্ডে পলাতক দুই ভাইয়ের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন- জেলার গৌরীপুর উপজেলার বাড়িওয়ালাপাড়ার এলবার্ট ডেবিট বাদলের দুই ছেলে এলবার্ট ডেবিট রকি (২৫) ও এলবার্ট ডেবিট সেন্টু (৪০)।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস অভিযুক্তদের অনুপস্থিতিতে এ আদেশ দেন।

বিশেষ জজ আদালতের স্টেনোগ্রফার হাফিজুর রহমান মামলার তথ্যে জানান, ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় গৌরিপুর পাটবাজারে টিপু সুলতান জুয়েলার্সে স্বর্ণের দাম নিয়ে অভিুযক্তদের সঙ্গে বাকবিতন্ডা হলে দোকানীর চাচাতো ভাই জহিরুল ইসলাম মিঠু বিষয়টি সমাধানে এগিয়ে আসেন। এ সময় অভিযুক্ত এলবার্ট ডেবিট রকি ও তার ভাই এলবার্ট ডেবিট সেন্টু ও মিঠুর সঙ্গে বাকবিতন্ডার একপর্যায়ে সেন্টু ধারালো চাকু দিয়ে মিঠুর বুকে আঘাত করে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

স্থানীয়রা গুরুত্বর অবস্থায় মিঠুকে প্রথমে গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জহিরুল ইসলাম মিঠুকে মৃত ঘোষণা করেন।

পরদিন জহিরুল ইসলাম মিঠুর বাবা মো. মোখলেছুর রহমান বাদী হয়ে গৌরিপুর থানায় মামলা করেন। মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, জেরা-তর্ক শেষে বিজ্ঞ আদালত এ আদেশ দেন।

রাষ্ট্র ও অভিযুক্তের পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী হাসিব আহামদ মাহবুবুল আলম ও মো. আকরাম হোসেন।

বিজ্ঞাপন

আবুল খায়ের গ্রুপে কাজের সুযোগ
৭ ডিসেম্বর ২০২৫ ০৯:০৯

আরো

সম্পর্কিত খবর