ঢাকা: রাজধানীর ফার্মগেট-তেজগাঁও সড়কে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ করে দিয়েছে ঢাকা বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা।
এর আগে তারা ওই সড়কের ফুটপাতে থাকা হকারদের উচ্ছেদ করতে বিক্ষোভ করেছে। তাদের বিক্ষোভের কারণে পরে পুলিশ এসে হকারদের উচ্ছেদ করে দেয়। গত তিন দিন ধরে ওই সড়কে কোনো হকার বসতে পারেনি। ফলে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ফুটপাত দিয়ে চলাচল করতে সুবিধা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) দুপুরের দিকে ফার্মগেট হয়ে সাত রাস্তা পর্যন্ত সড়কে অটোরিকশা বন্ধ করে দেয় ঢাকা বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা।
ঢাকা বিজ্ঞান কলেজের এইচএসসির প্রথম বর্ষের শিক্ষার্থী ফাহমিদা খানম ডলি সারাবাংলাকে বলেন, ‘অবৈধ অটোরিকশার কারণে কলেজের সামনের সড়ক দিয়ে কেউ ঠিক মতো চলাচল করতে পারত না। ফুটপাতও বন্ধ করে দোকান বসেছিল। অনেক দুর্ঘটনা ঘটেছে এই সড়কে। সামান্য একটু রাস্তা কেউ হেঁটেও পার হতে পারত না। সকল শিক্ষার্থী মিলে আন্দোলন করে ফুটপাতে থাকা হকার ও আজ অটোরিকশা চলাচল বন্ধ করা হয়েছে।’
ওই শিক্ষার্থী বলেন, ‘এখন সুন্দরভাবে সবাই নির্বিঘ্নে চলাচল করতে পারছে। শিক্ষার্থী ছাড়াও সাধারণ মানুষজনও নির্বিঘ্নে চলাচল করতে পারছেন।’
সাধারণ মানুষের দাবি, ‘এভাবে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যদি সড়কে নেমে আসতো আর অবৈধ অটোরিকশাগুলো বন্ধ করে দিতো তাহলে অনেক ভালো হতো।’
এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও মডেল থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তিন দিন আগে হকার উচ্ছেদ করা হয়েছে। আজ শিক্ষা্র্থীরা নিজেরাই সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করে দিয়েছে। পুলিশ সহযোগিতা করেছে।’