Wednesday 22 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কার্গো ভিলেজে আগুন: শুক্র ও শনিবার ঢাকা কাস্টমস হাউজ খোলা

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৫ ১৮:৫৩ | আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ১৯:৫৯

-ফাইল ছবি : সংগৃহীত

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে আমদানি-রফতানি কার্যক্রম সচল রাখতে আগামী শুক্রবার ও শনিবার (২৪ ও ২৫ অক্টোবর) ঢাকা কাস্টমস হাউজ খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ব্যবসায়ীরা যাতে নতুন করে ক্ষতিগ্রস্ত না হন, সেজন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) ঢাকা কাস্টমস হাউজ-এর জয়েন্ট কমিশনার অব কাস্টমস সুমন দাশের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়, ‘কাস্টমস হাউস, ঢাকার শুল্কায়ন টিমসমূহ ও এর অধিক্ষেত্রাধীন এয়ারফ্রেইট ইউনিট ও এক্সপ্রেস সার্ভিস ইউনিট-এ দুর্যোগ পরবর্তী অর্ন্তবর্তীকালীন সময়ে আমদানি, রফতানি ও ব্যবসায়িক কার্যক্রম গতিশীল রাখার লক্ষ্যে আগামী ২৪ ও ২৫ অক্টোবর (শুক্রবার ও শনিবার) অফিস খোলা থাকবে। ওই দুদিন নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী সকল কর্মকর্তা ও কর্মচারীদের অফিসে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো।

বিজ্ঞাপন

এদিকে, বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত যেসব পণ্যের শুল্ক পরিশোধ করা হয়েছিল, আইন অনুযায়ী তা ফেরত পাবেন ব্যবসায়ীরা। কাস্টমস আইন অনুযায়ী তা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরূপণে ইতোমধ্যে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুততম সময়ে সরকারের কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান পাটওয়ারীকে। সদস্যরা হলেন— এনবিআরের প্রথম সচিব মো. রইচ উদ্দিন খান ও মো. তারেক হাসান, ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মুহাম্মদ কামরুল হাসান এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব পঙ্কজ বড়ুয়া।

উল্লেখ্য, গত শনিবার দুপুর সোয়া ২টার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজের কুরিয়ার গোডাউনে এই আগুন লাগে। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় আমদানি-রফতানি কার্যক্রমে যেন ব্যাঘাত না ঘটে, সে জন্য এনবিআর বিশেষ ব্যবস্থায় ঢাকা কাস্টম হাউসের কার্যক্রম সচল রেখেছে। আর ব্যবসায়ীরা এ ঘটনায় অন্তত ১০০ কোটি ডলারের ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করছেন।

সারাবাংলা/ইএইচটি/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর