Wednesday 22 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে অস্ত্র-গুলি ও ককটেল তৈরির সরঞ্জামসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৫ ২০:১২

উদ্ধার করা ককটেল তৈরির সরঞ্জাম। ছবি: সারাবাংলা

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শহরের উত্তর কোটগাঁও এলাকায় একটি বহুতল আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গুলি, অস্ত্র, ককটেল তৈরির সরঞ্জাম, দেশি-বিদেশি মুদ্রা ও নগদ টাকা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তিনজনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন, ভবনের মালিক আব্দুল হালিম মীর (৬০) এবং তার দুই ছেলে শফিকুল মীর (৪০) ও সোহেল মীর (৩৯)। তারা সদর উপজেলার চরাঞ্চল মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া এলাকার বাসিন্দা। প্রায় এক বছর আগে তারা উত্তর কোটগাঁও এলাকায় বাড়ি নির্মাণ করে সেখানে বসবাস শুরু করেন।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. ফিরোজ কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ডিবির একটি দল পাঁচতলা ভবনটি ঘিরে ফেলে। পরে শফিকুল মীরকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ভবনের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে-১০০ রাউন্ড তাজা গুলি, একটি দেশীয় শটগান, পাঁচটি হেলমেট, একটি বুলেটপ্রুফ জ্যাকেট, বিপুল সংখ্যক ককটেল তৈরির কৌটা, এক বস্তা কাচের বোতল, নগদ ৩ লাখ টাকা এবং বিভিন্ন দেশের বিদেশি মুদ্রা।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

বড় সু-খবর পেলেন রিশাদ
২২ অক্টোবর ২০২৫ ২১:৪৪

আরো

সম্পর্কিত খবর