Wednesday 22 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনায় চট্টগ্রামে দিনব্যাপী বর্ণাঢ্য র‍্যালি-সেমিনার

সাারাবাংলা ডেস্ক
২২ অক্টোবর ২০২৫ ১৯:৫৬

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ব্যবস্থাপনায় “ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ কার্যক্রম সম্প্রসারণ ক্যাম্পেইন” উপলক্ষ্যে চট্টগ্রামে দিনব্যাপী বর্ণাঢ্য রোডশো, সেমিনার এবং স্টল প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

দেশে ক্যাশলেস লেনদেনের সম্প্রসারণ ও গ্রাহক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) রোডশো আগ্রাবাদ মোড় থেকে শুরু হয়ে বাদামতলী প্রধান সড়ক প্রদক্ষিণ করে হোটেল আগ্রাবাদে এসে শেষ হয়। এরপর হোটেল আগ্রাবাদে সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক রাফেজা আক্তার কান্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মকবুল হোসেন, ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন, প্রধান রাজস্ব কর্মকর্তা (উপ-সচিব) এস এম সরওয়ার কামাল ও চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাদি উর রহিম জাদিদ। অনুষ্ঠানে গভর্ণর মহোদয়ের স্বাগত বক্তব্য সংবলিত ভিডিও প্রদর্শন এবং “ক্যাশলেস বাংলাদেশ” উদ্যোগ সম্পর্কিত একটি উপস্থাপনা পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক মো. পারওয়েজ আনজাম মুনির।

বিজ্ঞাপন

এছাড়া, অনুষ্ঠানে গ্রাহকদের পক্ষ থেকে অভিজ্ঞতা বর্ণনা করেন জিএস অ্যাডের সত্ত্বাধিকারী মুহাম্মদ গিয়াস উদ্দিন এবং বারাকা ট্রেডিংয়ের সত্ত্বাধিকারী আবুল কালাম আজাদ। সেমিনারে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তারা, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা, বিভিন্ন পেশার অংশীজন, শিক্ষক-শিক্ষার্থী ও মার্চেন্টরা উপস্থিত ছিলেন।

সেমিনার শেষে আগত অতিথিরা চট্টগ্রামে ১৮টি স্থানে বাংলা-কিউ-আর অধিভুক্ত বিভিন্ন ব্যাংকের স্টল পরিদর্শন করেন।

প্রধান অতিথি আরিফ হোসেন খান তার ভাষণে বলেন, টাকা ব্যবস্থাপনায় বাংলাদেশের বছরে ব্যয় হচ্ছে ২০ হাজার কোটি টাকা। ডিজিটাল লেনদেন বা ব্যাংকিংয়ের মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় করা সম্ভব।

তিনি আরও বলেন, পণ্য বা সেবার মূল্য পরিশোধের ক্ষেত্রে নগদ অর্থ, কার্ড বা চেক ব্যবহৃত হয় হলে নগদ অর্থে পরিশোধের যে ঝুঁকি তা কমে আসবে। তাই ক্যাশলেস লেনদেন সেবার এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

বড় সু-খবর পেলেন রিশাদ
২২ অক্টোবর ২০২৫ ২১:৪৪

আরো

সম্পর্কিত খবর