Wednesday 22 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ই-রিটার্ন জমা বাড়লেও আশানুরূপ সাড়া নেই

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৫ ২১:০৬ | আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ২৩:৩৯

ঢাকা: দেশের ব্যক্তি শ্রেণীর প্রায় সব করদাতাকে এবার অনলাইনে ই-রিটার্ন জমা দিতে হবে। ই-রিটার্ন দাখিলে চলছে ব্যাপক প্রচার-প্রচারণাও। প্রশিক্ষণের ব্যবস্থা ছাড়াও প্রতিটি কর অঞ্চলে হেল্প ডেস্ক চালু করা হয়েছে। তবে এখন পর্যন্ত ই-রিটার্ন দাখিলে সেভাবে সাড়া পড়ে নি। যদিও স্বাভাবিক নিয়মেই আগামী নভেম্বরের শেষ দিন পর্যন্ত রিটার্ন দাখিল করা যাবে। প্রচার-প্রচারণা ও অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করার পরও এখন পর্যন্ত ই-রিটার্ন জমা পড়েছে মাত্র ৮ লাখ ১৫ হাজার।

বুধবার (২২ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।

এনবিআরের তথ্যমতে, এখন পর্যন্ত এবার অনলাইনে রিটার্ন জমা পড়েছে ৮ লাখ ১৫ হাজার। গত বছর এ সময়ে অনলাইনে রিটার্ন জমা পড়েছিলো ৯৬ হাজার। যদিও গত বছর অনলাইনে রিটার্ন জমা সবার জন্য বাধ্যতামূলক ছিল না।

বিজ্ঞাপন

তথ্যমতে, প্রায় ৩০ লাখের বেশি করদাতা এরইমধ্যে ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করেছেন। এনবিআর থেকে প্রশিক্ষণ নিয়েছেন ১৫ হাজারের বেশি করদাতা। করদাতাদের সেবা দিতে এনবিআর-এর হটলাইনও চালু রয়েছে।

এদিকে সহজে ই-রিটার্ন দাখিল করা গেলেও বেশ কিছু ভোগান্তিতেও পড়ছেন করদাতারা। সার্ভারের দুর্বলতা, মোবাইলে ওটিপি আসতে দেরি হওয়া, রেজিস্ট্রেশনে বিড়ম্বনা, রিটার্নের ফাইনাল প্রিভিউ ডাউনলোডে সমস্যা, গত বছর অফলাইনে রিটার্ন জমা দেওয়ার পর অনলাইনে রেজিস্টার না করা, কলসেন্টারে ফোন দিয়ে কাক্সিক্ষত সেবা না পাওয়ার অভিযোগ করেছেন করদাতারা।

সাধারণ নিয়ম অনুযায়ী, প্রতিবছর ১ জুলাই থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ব্যক্তিশ্রেণির করদাতারা আয়কর রিটার্ন জমা দিতে পারেন। তবে প্রায় প্রতিবছরই এই সময় বাড়ানো হয়ে থাকে। আবার কখনো এটি বাড়ানো হয় না। ফলে বিশেষ সমস্যা না থাকা ব্যক্তি শ্রেণীর করদাতারা ৩০ নভেম্বরের মধ্যেই রিটার্ন জমা দিয়ে থাকেন।

এবার ২০২৫-২৬ করবর্ষে সবার জন্য ই-রিটার্ন বাধ্যমূলক করা হয়েছে। এরআগে গত বছর দেশের কয়েকটি সিটি করপোরেশন এলাকার সব সরকারী কর্মচারী, সব তফসিলি ব্যাংক, মোবাইল টেলিকম প্রতিষ্ঠান, ইউনিলিভার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ম্যারিকো, বার্জার পেইন্টস, বাটা স্যু ও নেসলেতে কর্মরত সব কর্মচারীকে ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছিল। তাতে অনলাইনে রিটার্ন জমা পড়েছিল ১৭ লাখ।

প্রসঙ্গত, দেশে এখন ১ কোটি ৪৫ লাখ টি-আইএনধারী রয়েছেন। যদিও এরমধ্যে রিটার্ন জমা দেন মাত্র ৪৫ লাখ। এ বছর অধিকাংশ করদাতাকে আয়করের আওতায় আনতে চায় এনবিআর। এখন পর্যন্ত রিটার্ন জমার সংখ্যা কম।

নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা কেমন হতে পারে প্রসঙ্গে এনবিআরের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, ‘সাধারনত শেষ সময়ে রিটার্ন বেশি পড়ার একটা প্রবণতা থাকে। এছাড়া এ বছর অনেক নতুন করদাতা নিবন্ধন নিয়েছেন। তারা ৩০ জুন পর্যন্ত স্বনির্ধারণী পদ্ধতিতে তাদের রিটার্ন জমা করতে পারবেন। সবমিলিয়ে গতবছরের তুলনায় এ বছর রিটার্ন দাখিলের পরিমাণ বাড়বে।

সারাবাংলা/ইএইচটি/এসআর
বিজ্ঞাপন

রিজার্ভ ছাড়াল ৩২ বিলিয়ন ডলার
২২ অক্টোবর ২০২৫ ২৩:০৫

আরো

সম্পর্কিত খবর