Wednesday 22 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্তর্জাতিক সীরাত কনফারেন্স বাস্তবায়নের আহ্বান

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৫ ২২:২৯

আন্তর্জাতিক সীরাত কনফারেন্স বাস্তবায়ন কমিটির জরুরি বৈঠক

ঢাকা: আন্তর্জাতিক সীরাত কনফারেন্স বাস্তবায়নের আহ্বান জানিয়ে কমিটির আহ্বায়ক মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম বলেছেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করলে বুঝা যায় আদর্শ ও নৈতিকতার চরম অবক্ষয় চলছে। এ থেকে উত্তরণের জন্য আমরা সুন্দর ও সর্বোত্তম আদর্শ জাতির মাঝে ছড়িয়ে দিতে চাই। সেজন্য অনুপম আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে সীরাত চর্চার বিকল্প নেই।

বুধবার (২২ অক্টোবর) আন্তর্জাতিক সীরাত কনফারেন্স বাস্তবায়ন কমিটির জরুরি বৈঠকে আগামী ২৪ অক্টোবর শুক্রবার বাদ জুমা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আন্তর্জাতিক সীরাত কনফারেন্স বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন

সীরাত কনফারেন্সের আহ্বায়ক ইমতিয়াজ আলম আরও বলেন, ‘সীরাত শুধু নিজের মধ্যে বাস্তবায়ন করলেই হবে না, এর চর্চা রাষ্ট্রের বাস্তবায়নের জন্য সর্বোচ্চ প্রচেষ্টাও সকলের অব্যাহত রাখতে হবে। রাষ্ট্রে সীরাতের বাস্তবায়ন না হলে দেশের মানুষের মুক্তি সম্ভব নয়। গুম, খুন, রাহাজানি, ধর্ষণ, দুর্নীতি, বিচারহীনতা দূর করতে সীরাতের চর্চা এবং বাস্তবায়নে সকলের সর্বদা সর্বোচ্চ প্রস্তুতি রাখতে হবে।’

ইমতিয়াজ আলম আন্তর্জাতিক সীরাত কনফারেন্স বাস্তবায়নের জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।

জরুরি বৈঠকে আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব আলতাফ হোসেন, আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদার, মাওলানা আব্দুর রাজ্জাক ও কে এম শরীয়াতুল্লাহ প্রমুখ।

সারাবাংলা/এমএমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর