জাতীয় সাঁতার প্রতিযোগিতার তৃতীয় দিনে আবারও নজর কাড়লেন বাংলাদেশ নৌবাহিনীর সাঁতারু সামিউল ইসলাম রাফি। দিনটিতে দুটি ইভেন্টে অংশ নিয়ে দুটিতেই স্বর্ণ জিতেছেন তিনি, যার মধ্যে একটি ইভেন্টে গড়েছেন নতুন জাতীয় রেকর্ড।
তিন দিনের প্রতিযোগিতায় এখন পর্যন্ত ৯টি ইভেন্টে অংশ নিয়ে সবগুলোতেই স্বর্ণপদক জিতেছেন রাফি। এর মধ্যে ব্যক্তিগতভাবে ছয়টি এবং রিলে ইভেন্টে দুটি রেকর্ড করেছেন তিনি।
মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার তৃতীয় দিনের ১০টি ইভেন্ট। এদিন গড়েছে তিনটি নতুন জাতীয় রেকর্ড। চলতি আসরে এখন পর্যন্ত মোট ১৫টি রেকর্ড হয়েছে। বৃহস্পতিবার শেষ হবে এবারের জাতীয় সাঁতার প্রতিযোগিতা।
পদক তালিকায় একচেটিয়া আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ নৌবাহিনী। তারা এখন পর্যন্ত ২৭টি স্বর্ণ, ১০টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জপদক জিতে শীর্ষে রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী ৯ স্বর্ণ, ১৬ রৌপ্য ও ২৩ ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় এবং বিকেএসপি ৩ স্বর্ণ, ৩ রৌপ্য ও ৬ ব্রোঞ্জ নিয়ে রয়েছে তৃতীয় স্থানে।
সামিউল ইসলাম রাফি তৃতীয় দিনে ১০০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে ৫৭.৯৫ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন। তিনি নিজেই ২০২১ সালে গড়া নিজের আগের রেকর্ড (৫৮.৪৫ সেকেন্ড) ভেঙেছেন। এ ইভেন্টে দ্বিতীয় হয়েছেন নৌবাহিনীর নূর আলম এবং তৃতীয় হয়েছেন সেনাবাহিনীর আবু সালেক আহম্মেদ।
পুরুষদের ২০০ মিটার রিলেতে পলাশ, কাজল ও নাহিদকে সঙ্গে নিয়ে সামিউল রাফি দলগতভাবে ০৮.০৩.৩৯ মিনিট সময় নিয়ে স্বর্ণপদক জিতে নেন। এই ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর নুরুল, জুয়েল, ফয়সাল ও সিফাতের দল রৌপ্যপদক অর্জন করে।