Thursday 23 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিইসির সঙ্গে বিএনপির বৈঠক আজ

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৫ ০৯:১২ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১১:০১

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ছবি: সংগৃহীত

ঢাকা: আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবে।

জানা গেছে, বৈঠকে নির্বাচনী আসন পুনর্বিন্যাস, নির্বাচন পরিচালনা ব্যবস্থা এবং ভোটের প্রস্তুতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

বিজ্ঞাপন

এর আগে, ২১ অক্টোবর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ধারাবাহিক রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে।

সে সময় বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ
বিজ্ঞাপন

খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
২৩ অক্টোবর ২০২৫ ১০:১৭

আরো

সম্পর্কিত খবর