Thursday 23 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরব আমিরাতে আটক ২৪ বাংলাদেশির মুক্তির জন্য ফের চিঠি দেবেন প্রধান উপদেষ্টা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৫ ০৯:৪০ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১২:০৮

ছবি: সংগৃহীত

ঢাকা: জুলাই গণ-অভ্যুত্থানের সমর্থনে মিছিল করার অভিযোগে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গ্রেফতার হওয়া ২৪ বাংলাদেশির মুক্তির জন্য দেশটির প্রেসিডেন্টকে আবারও চিঠি দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করতে চেয়ে তিনি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় সব কূটনৈতিক প্রক্রিয়া এরইমধ্যে সম্পন্ন হয়েছে।

ওই কর্মকর্তা বলেন, প্রধান উপদেষ্টার চিঠিটি এরইমধ্যে খসড়া করা হয়েছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে শিগগিরই গণমাধ্যমকে জানানো হবে।

চলতি বছরে আটক এক বন্দী মারা যান। চট্টগ্রামের রাউজান উপজেলার নয়াপাড়া ওজারা গ্রামের আব্দুস সালামের পুত্র হামিদের পরিবারের দাবি করেছে, হামিদকে ২০২৫ সালের ২১ এপ্রিল গ্রেফতার করা হয়েছিল।

বিজ্ঞাপন

তার পরিবার জানায়, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাস ২২ দিন পর তাদের কাছে হামিদের মৃত্যুর খবর পৌঁছায়। তারা দূতাবাসের কর্মকর্তাদের বিরুদ্ধে অবহেলা এবং মামলাটি পরিচালনা ও পরিবারের সঙ্গে যোগাযোগে ব্যর্থতার অভিযোগ তোলেন।

পরিবার আরও অভিযোগ করে, বাংলাদেশে প্রবাসী কল্যাণ ও অভিবাসন সংশ্লিষ্ট সংস্থাগুলোও এ বিষয়ে দায়িত্বে অবহেলা করেছে। পরে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাস নিশ্চিত করে যে, হামিদের মরদেহ দেশে পাঠানো হয়েছে।

হামিদের ঘটনা জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সংযুক্ত আরব আমিরাতের কারাগারে আটক বাকি ২৪ জন বাংলাদেশির ভাগ্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

এর আগে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছিলেন, ‘আমরা যথাসাধ্য চেষ্টা করছি সহায়তা করার, কিন্তু সংযুক্ত আরব আমিরাতের আইনের সীমার বাইরে আমাদের কিছু করার সুযোগ নেই।’

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন পরে বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতে এখনো উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি কারাগারে থাকলেও তাদের আইনি অবস্থান সম্পর্কে সরকার পূর্ণাঙ্গ তথ্য পায়নি। ইউএই কর্তৃপক্ষ এখনো আটকদের বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দেয়নি’, বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘প্রধান উপদেষ্টার অনুরোধে ইউএই সরকার তাদের মধ্যে বেশ কয়েকজনকে মুক্তি দিয়েছে। অবশিষ্ট বন্দিদের মুক্তির জন্য আমরা নিয়মিত কূটনৈতিক পথে এগিয়ে যাচ্ছি, যার মধ্যে রয়েছে আনুষ্ঠানিক অনুরোধ, সরকারি চিঠি এবং কূটনৈতিক নোট।’

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে কয়েক মাস কারাভোগের পর মুক্তি পাওয়া প্রবাসী মো. সগীর আহমেদ তালুকদার জানান, বিক্ষোভের পর ধাপে ধাপে মোট ১৮৮ জন বাংলাদেশিকে আটক করা হয়েছিল।

তিনি জানান, বাংলাদেশের সবাই খবরে দেখেছিল, ১৯ জুলাই ছাত্র আন্দোলনের প্রতি সংহতি প্রকাশের অভিযোগে ৫৭ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছিল। পরে আরও ৫৭ জন, এরপর ৭৪ জনকে আটক করা হয়। মোট সংখ্যা দাঁড়ায় ১৮৮।

‘প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অনুরোধে ইউএই সরকার ১৮৮ জন বাংলাদেশিকে মুক্তি দেয়, যার জন্য আমরা কৃতজ্ঞ। তবে পরে আমরা জানতে পারি, আরও ২৫ জন এখনো আল সাদর কারাগারে বন্দি রয়েছে এবং আব্দুল হামিদ ছিলেন তাদের একজন।’

বিজ্ঞাপন

নিয়োগ দিচ্ছে বিক্রয় ডটকম
২৩ অক্টোবর ২০২৫ ১১:৪৫

শাবিপ্রবিতে কাজের সুযোগ
২৩ অক্টোবর ২০২৫ ১১:৩৯

আরো

সম্পর্কিত খবর