Sunday 21 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৫ ১০:১৭

লবনচরা থানা।

খুলনা: খুলনায় পারিবারিক কলহের জেরে স্বামী মো. নাজমুল হাসান মোল্লার (৫০) হাতে স্ত্রী ডলি বেগম (৪৫) খুন হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে মহানগরীর লবণচরার ৪ নাম্বার কাশেম সড়ক সবুজপল্লীর মুসলিমার ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত নাজমুল হাসান মোল্লা স্থানীয় রাজ্জাক মোল্লার ছেলে।

পুলিশ জানান, দাম্পত্য কলহের জেরে স্বামী নাজমুল হাসান মোল্লা তর্ক বিতর্কের এক পর্যায়ে ডলি বেগমকে ধারালো ছুরি দিয়ে গলায়,বাম গালে, বাম সাইডে বুকে, কোমরের ডান সাইডে রক্তাক্ত জখম করে। প্রতিবেশীরা ডলি বেগমের চিৎকার শুনতে তার ঘরে গিয়ে দেখেন তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। ডলি বেগমকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

লবনচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ঘাতক স্বামীকে স্থানীয়রা গাছের সঙ্গে বেঁধে রেখে পরে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর