Thursday 23 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে দাদিকে গলা কেটে হত্যা, নাতি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৫ ১৪:১২

প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: জেলার সলঙ্গায় সন্দেশ বেওয়া (৮৫) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত নাতি সজীব আলীকে (২৪) আটক করেছে থানা পুলিশ।

বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাতে সলঙ্গা থানার চকবরু ভেংড়ী গ্রামে এ ঘটনা ঘটে। সন্দেশ বেওয়া ভেংড়ী গ্রামের মৃত নওশের আলীর স্ত্রী।

আটক সজীব আলী চকবরু ভেংড়ী গ্রামের আহমদ আলীর ছেলে। পরিবারের দাবি, সজীব মাদকাসক্ত ও মানসিক প্রতিবন্ধী।

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ জানান, বুধবার রাতে বৃদ্ধার ঘর থেকে চিৎকারের শব্দ প্রায় প্রতিবেশীরা। এ সময় পরিবারের লোকজন ও প্রতিবেশীরা এগিয়ে এসে বৃদ্ধার গলা কাটা মরদেহ দেখতে পায়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে সজীবকে আটক করে।

বিজ্ঞাপন

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য শহিদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত সজীবকে আটক করে থানায় আনা হয়েছে। ধারণা করা হচ্ছে, নেশাগ্রস্ত অবস্থায় দাদিকে হত্যা করেছে তিনি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

সৌম্যর আনন্দ, সৌম্যর বেদনা!
২৩ অক্টোবর ২০২৫ ১৬:০৩

প্রেম ভাঙলেও বন্ধুত্ব অটুট
২৩ অক্টোবর ২০২৫ ১৫:৫৯

আরো

সম্পর্কিত খবর