Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বনানীতে মি. ডিআইওয়াই এর অষ্টম আউটলেট উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৫ ১৫:৫৮

বনানী ১১ নম্বর রোডে নতুন আউটলেটের উদ্বোধন।

ঢাকা: মালয়েশিয়ার শীর্ষস্থানীয় হোম ইমপ্রুভমেন্ট ব্র্যান্ড মি. ডিআইওয়াই বাংলাদেশে তাদের অষ্টম আউটলেট উদ্বোধন করেছে।

বুধবার (২২ অক্টোবর) রাজধানীর বনানীর ১১ নম্বর রোডে নতুন এই আউটলেটটি উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অভিনেত্রী ও মডেল মেহজাবীন চৌধুরী মি. ডিআইওয়াই -এর কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ফিতা কেটে নতুন আউটলেটটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মি. ডিআইওয়াই এর হেড অব অপারেশনস সাইয়েদ নূর আনোয়ার, ফাইন্যান্স ম্যানেজার মোহাম্মদ নাসিম আহমেদ, ইমপোর্ট ম্যানেজার মো. মাসুদুর রহমান, এইচআর ম্যানেজার মোহাম্মদ শাহিন মোল্লা, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মোহাম্মদ নাজির হোসেন ও মার্কেটিং ম্যানেজার রাহাত নাবি।

বিজ্ঞাপন

মি. ডি আই ওয়াই এর কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠানটি বাংলাদেশের বাজারে তাদের সেবা বাড়াতে চায়। নতুন নতুন পণ্যের সমাহার ঘটানো তাদের লক্ষ্য। উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করা তাদের প্রতিশ্রুতি।

বনানীর নতুন স্টোরটিতে রয়েছে ১০টি প্রধান ক্যাটাগরির ১০ হাজারের বেশি পণ্য। যার মধ্যে রয়েছে গৃহস্থালি সামগ্রী, হার্ডওয়্যার, ইলেকট্রনিক্স, অটোমোটিভ এক্সেসরিজ, ফার্নিশিং, স্টেশনারি, খেলাধুলা ও খেলনা সামগ্রী, উপহার, কম্পিউটার ও মোবাইল এক্সেসরিজ এবং গয়না ও কসমেটিক্স। এতে করে এক ছাদের নিচে পরিবারের সদস্যদের জন্য কিছু না কিছু পাওয়া যাবেই।

সারাবাংলা/ইএইচটি/এসডব্লিউ