Thursday 23 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬ হাজারেরও বেশি শিক্ষার্থীর পাঠদানে সহায়তা করছে ব্র্যাক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৫ ১৮:১৩ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১৮:৫০

ব্র্যাকের একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা। ছবি: সারাবাংলা

কুড়িগ্রাম: কুড়িগ্রামে ব্র্যাকের একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় ব্র্যাক শিক্ষা কর্মসুচির আওতায় কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের স্বপ্নকুঁড়ি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত-এ খোদা। এছাড়াও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম খন্দকার, ব্র্যাক শিক্ষা কর্মসুচির সিনিয়র এ্যাডভাইজার প্রফুল্ল চন্দ্র বর্মন, বিভাগীয় ব্যবস্থাপক শফিকুল ইসলাম, ব্র্যাকের জেলা সমন্বয়ক সৈয়দ ফাহিদ হাসান, আঞ্চলিক ব্যবস্থাপক (জেন্ডার) মহসিন আলী ও উপ ব্যবস্থাপক আব্দুল হাইসহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, যে অঞ্চলের শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন, এসব শিশুকে শিক্ষাদান করছে ব্র্যাক শিক্ষা কর্মসুচি।

আগামীতে ব্র্যাকের শিক্ষা কর্মসুচি এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে পরামর্শ প্রদান করেন আলোচকগণ।

ব্র্যাকের জেলা সমন্বয়ক সৈয়দ ফাহিদ হাসান জানান, কুড়িগ্রামের দুর্গম অঞ্চলে বসবাসকারি ৬ হাজারেরও অধিক শিক্ষার্থীদের পাঠদানে সহায়তা করছে ব্র্যাক। এক্ষেত্রে ব্র্যাকের স্কুলের সংখ্যা ২৪৬টি। ভবিষ্যতেও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ব্র্যাকের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর