Thursday 23 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৫ সেনা কর্মকর্তার পক্ষে আর লড়বেন না ব্যারিস্টার সরোয়ার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৫ ২০:৩২ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ২১:১৬

ব্যারিস্টার এম সরোয়ার হোসেন। ছবি: সংগৃহীত

ঢাকা: আওয়ামী লীগ শাসনামলে টিএফআই-জেআইসি সেলে গুম-খুনসহ মানবতাবিরোধী অপরাধের পৃথক তিনটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি ১৫ জন সেনা কর্মকর্তার আইনজীবী হিসেবে ব্যারিস্টার এম সরোয়ার হোসেন আইনি লড়াই করবেন না সাফ জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘আমি গুমের অভিযোগে যে মামলা করেছি, তার মধ্য থেকে একজন আসামি এই ১৫ জনের মধ্যে রয়েছে। এ ছাড়াও এ রকম ঘটনায় বার কাউন্সিল আইন অনুযায়ী আমি তাদের পক্ষে আইনি লড়াই করতে পারবো না। ফলে এই ১৫ জনের পক্ষের আইনজীবী থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছি।’

বিজ্ঞাপন

জানা গেছে, ট্রাইব্যুনাল ও গুম কমিশনে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদসহ সাবেক তিন সেনা কর্মকর্তার বিরুদ্ধে নিজেই অভিযোগ দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সেনা কর্মকর্তা ব্যারিস্টার এম সরোয়ার হোসেন। যাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তাদেরই একজন এই ১৫ জনের মধ্যে গ্রেফতার আছেন।

এর আগে বুধবার (২২ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ ১৫ সেনা কর্মকর্তার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সরোয়ার।