রংপুর: জাতীয় পার্টিকে বাদ দিয়ে নির্বাচন করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
তিনি বলেন, উপদেষ্টা পরিষদে দুজন ছাত্র উপদেষ্টার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে তিনি বলেন, ‘জাতীয় পার্টিকে বাদ দিয়ে কোনো নির্বাচন বাস্তবায়ন করতে দেওয়া হবে না।’
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির জেলা কার্যালয়ে উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোস্তফা আরও বলেন, ‘জাতীয় পার্টি প্রতিটি নির্বাচনে অংশগ্রহণ করেছে। অন্য রাজনৈতিক দল যেভাবে প্রভাব খাটিয়ে কাজ করে, আমরাও যদি সমানভাবে কাজ করতে পারি, তবেই নির্বাচনে অংশ নেব। অন্যথায় নির্বাচনে অংশ নেব না।’
তিনি সংবিধানের বাইরে কোনো নির্বাচনের আইনি ভিত্তি নেই বলে মন্তব্য করেন এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে কোনো সমস্যা থাকবে না বলেও দাবি করেন।
আলোচনা সভায় মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, সহ-সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম ইয়াসিরসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মোস্তফা নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘পরিচ্ছন্ন রাজনীতি আমাদের লক্ষ্য। জাতীয় পার্টি জনগণের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’