Thursday 23 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইবি’র গাইবান্ধা জেলা কল্যাণ সমিতির ব্যতিক্রমী ভর্তা উৎসব

ইবি করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৫ ২০:৫৬

ভর্তা উৎসবে অংশগ্রহণকারীদের একাংশ। ছবি: সারাবাংলা

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গাইবান্ধা জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘গাইবান্ধা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র উদ্যোগে ব্যাতিক্রমী ভর্তা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে এই উৎসব অনুষ্ঠিত হয়।

এসময় সংগঠনটির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক গোলাম হক্কানি, সহ-সভাপতি আশিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম ফরহাদ, হাফিজুর রহমান, শাহানাজ সাথী ও অর্থ সম্পাদক ইদ্রিস আলীসহ অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এদিন সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) করিডোরে চলে বাদাম, ডাল, রসুন, আলু, বেগুন, কচুর মুখি, কুমড়া, ধনেপাতা ও ডিমসহ নানা পদের ভর্তা তৈরির আয়োজন। পরে দুপুরে সংগঠনটির সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের সমন্বিত অংশগ্রহণে এসব ভর্তা দিয়ে আনন্দঘন পরিবেশে মধ্যাহ্নভোজন সম্পন্ন করা হয়। এসময় সবাই একসঙ্গে বসে খান, আড্ডা ও হাসি-আনন্দে সময় কাটান। যা সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করেছে।

বিজ্ঞাপন

সংগঠনটির সভাপতি রুহুল আমিন বলেন, ‘আমরা প্রতিদিন ক্লাস-পরীক্ষাসহ নানা ব্যস্ততার মধ্যে থাকি। কিন্তু, এমন একটি দিনে সবাই একসঙ্গে বসে হাসতে, গল্প করতে, খাবার ভাগাভাগি করতে পারা সত্যিই আনন্দের। এটি শুধু একটি খাবার অনুষ্ঠান নয়, বরং এটি আমাদের পারস্পরিক ভালোবাসা, একতা ও ভ্রাতৃত্ববোধের প্রতীক। আমরা চাই, ইসলামী বিশ্ববিদ্যালয়ে গাইবান্ধা জেলার শিক্ষার্থীরা একে অপরের পাশে থাকুক, একে অপরকে সহযোগিতা করুক। এই বন্ধন শুধু পড়ালেখা বা সামাজিক কর্মকাণ্ডেই নয়, বরং মানবিক সম্পর্ককেও দৃঢ় করবে বলে প্রত্যাশা রাখি।’

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর