চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির ও চুয়াডাঙ্গা-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী রুহুল আমিন বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কৃষকদের ভোগান্তি আর থাকবে না। তাদের দরজায় সার পৌঁছে যাবে। এদেশের কৃষকরা খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে দর্শনা থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় মুক্তমঞ্চে আয়োজিত কৃষক সমাবেশে তিনি এ কথা বলেন।
রুহুল আমিন বলেন, ‘চাকরিজীবী-ছাত্র-জনতা জামায়াতে ইসলামীকে এবার রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। তারা এ রাষ্ট্র দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, ঘুষ-বাণিজ্য মুক্ত, স্বজনপ্রীতি ও দখলদার মুক্ত দেখতে চায়।’
তিনি বলেন, ‘কৃষকের জমি ফুরিয়ে যাচ্ছে। কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না। ফসল উৎপাদনে কৃষকদের সার পেতে বেগ পেতে হচ্ছে। কারণ, একটি মহল এমন মেকানিজম চালু করেছে যে, সার পেতে হলে দ্বারে দ্বারে ঘুরতেই হবে। এ অঞ্চলে আলু চাষ হয়, পটল চাষ হয়, পেঁয়াজ চাষ হয়, অনেক রকম আবাদ হয়। কিন্তু কোনো এমপি ও শিল্পপতি ভাবেননি যে, এই এলাকায় একটি কোল্ডস্টোরেজ করলে ভালো হয়। কথা দিচ্ছি, আপনাদের এই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন জামায়াতে ইসলামী করবে ইনশাআল্লাহ।’
দর্শনা থানা জামায়ােতর আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে ও সেক্রেটারি মাহবুবুর রহমান টুকুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, জেলা কৃষি বিভাগের সভাপতি আলতাফ হুসাইন প্রমুখ।