Thursday 23 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হাজার হাজার কোটি টাকা চুরি করে পালিয়েছে শেখ হাসিনা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৫ ২৩:৩৩

বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক আশরাফ উদ্দিন বকুল। ছবি: সংগৃহীত

নরসিংদী: বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক আশরাফ উদ্দিন বকুল বলেছেন, মেগা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকা চুরি করে পালিয়েছে শেখ হাসিনা। জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। তারা কোনো ধরনের নির্বাচনে ভোট দিতে পারে নাই। শেখ হাসিনা দেশটাকে নর্দমায় ফেলে চলে গেছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় রায়পুরার মরজাল উচ্চ বিদ্যালয় মাঠে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশকে উদ্ধারের একমাত্র পথ ৩১ দফা বাস্তবায়ন- এমন মন্তব্য করে আশরাফ উদ্দিন বলেন, ‘গত ১৭ বছর হাসিনার নির্যাতন সহ্য করে বিভিন্ন মামলা-হামলার শিকার হয়ে রাজনীতি করেছি। আর আমাদের অনেকেই আওয়ামী লীগের সাথে মিলে রাস্তাঘাটের টেন্ডারবাজি করেছেন।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘মনোনয়ন দেবে দল। বাছাই করে নেবে কে চাঁদাবাজি করে, আর কে চাঁদাবাজদের ধরে। যে সমাজ ও মানুষের সুখ-দুঃখের কথা চিন্তা করে তাকেই মনোনয়ন দেওয়া হবে। আপনার-আমার মনোনয়ন নিয়ে চিন্তা করতে হবে না।’

মরজাল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহাম্মদ প্রধানের সভাপতিত্বে উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, জেলা বিএনপির উপদেষ্টা সদস্য বীর মুক্তিযোদ্ধা হযরত আলী ভূইয়া, মরজাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবীরসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর