Thursday 29 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মায়ামির সঙ্গে নতুন চুক্তি, আরও কত বছর থাকবেন মেসি?

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৫ ০৮:০২

মায়ামির সঙ্গে নতুন চুক্তি করলেন মেসি

দুই পক্ষের চুক্তি নবায়ন করা ছিল সময়ের ব্যাপার মাত্র। ইন্টার মায়ামির সঙ্গে কত বছরের চুক্তি করবেন লিওনেল মেসি, সেটাই ছিল বড় প্রশ্ন। সব জল্পনা কল্পনা দূর করে মেজর সকার লিগের ক্লাবটির সঙ্গে আরও ৩ বছরের জন্য চুক্তি নবায়ন করলেন আর্জেন্টাইন অধিনায়ক।

২০২৩ সালের জুলাইয়ে পিএসজি ছেড়ে মায়ামিতে যোগ দেন মেসি। তার আড়াই‌ বছরের সেই চুক্তি শেষ হতো এই বছরই। চুক্তি শেষের আগেই দুই পক্ষের বেশ কয়েক দফা আলোচনা হয়েছে।

মেসি ও মায়ামির এই আলোচনার পর এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, মেসি আরও তিন মৌসুম মায়ামিতে থাকছেন। ৩৮ বছর বয়সী মেসি ২০২৮ সাল পর্যন্ত ক্লাবের হয়ে খেলা চালিয়ে যাবেন।

বিজ্ঞাপন

কিছুদিন আগেও মেসি জানিয়েছিলেন, মায়ামিতেই ফুটবল ক্যারিয়ারের ইতি টানবেন তিনি। নতুন চুক্তি অনুযায়ী ৪১ বছর বয়সেও ক্লাবের হয়ে খেলতে পারেন তিনি।

মায়ামিতে যোগ দিয়েই যুক্তরাষ্ট্রের ফুটবলের চালচিত্র পালটে দিয়েছেন মেসি। ক্লাবের হয়েও গড়েছেন একের পর এক রেকর্ড।

২৮ ম্যাচে ২৯ গোল নিয়ে এমএলএসের নিয়মিত মৌসুম শেষ করেছেন তিনি। গোলের তালিকায় তার ধারেকাছে নেই কেউ। এছাড়া ১৯টি গোলে সহায়তা করে অ্যাসিস্টের তালিকাতেও লিগে সবার ওপরে মেসি।

মেসির মৌসুমের সেরা ফুটবলার বা ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (এমভিপি)’ পুরস্কার জেতাও মোটামুটি নিশ্চিত । এমএলএসের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা দুই মৌসুমে এই স্বীকৃতি পেতে যাচ্ছেন তিনি।

বিজ্ঞাপন

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর