Friday 24 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধান উপদেষ্টার সৌদি সফর বাতিল

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৫ ০৮:৩৪ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ১১:১০

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

ঢাকা: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সৌদি আরব সফর বাতিল হয়েছে। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে রিয়াদে অনুষ্ঠেয় ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভে (এফআইআই নাইন) যোগ দিতে আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর ড. ইউনূসের সৌদি আরব সফরে যাওয়ার কথা ছিল।

প্রধান উপদেষ্টার সৌদি আরব সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করে প্রধান উপদেষ্টার কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আসন্ন বিনিয়োগ সম্মেলনে প্রধান উপদেষ্টার পরিবর্তে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ড. লুৎফে সিদ্দিকী।

কর্মকর্তারা জানান, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও আগামী নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে ব্যস্ততার কারণে প্রধান উপদেষ্টা সৌদি আরব সফরের সিদ্ধান্ত বাতিল করেন।

বিজ্ঞাপন

গত জুলাইয়ে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন। এরপর প্রধান উপদেষ্টার সৌদি আরব সফর নিয়ে প্রস্তুতি শুরু হয়। এরই মধ্যে এ সফর নিয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।

সারাবাংলা/একে/এনজে
বিজ্ঞাপন

আয়েশা আবেদ ফাউন্ডেশনে চাকরি
২৪ অক্টোবর ২০২৫ ১১:০০

আরো

সম্পর্কিত খবর