Friday 24 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে দাঁড়ানো বাসে ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৫ ১৩:২৬

মরদেহ। প্রতীকী ছবি।

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় দাড়িয়ে বাসকে পেছন থেকে ট্রাক ধাক্কা দিলে দুইজন যাত্রী নিহত ও পাঁচজন যাত্রী আহত হওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ভাঙ্গা-ঢাকা হাইওয়ে এক্সপ্রেসের ভাঙ্গা উপজেলার পুলিয়া নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাগুরা জেলার শালিকি থানার মতিয়ার রহমানের পুত্র মিজানুর রহমান সাকিব (২৪) ও পাবনা জেলার বেড়া থানার জুয়েল রানার সহধর্মিণী ফারজানা ইয়াসমিন (৩০)।

শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জহির উদ্দিন জানান, ঢাকা থেকে ভাঙ্গার দিকে যাবার পথে যমুনা লাইন বাসটি পুলিয়া নামক বাসস্ট্যান্ডে দুর্ঘটনা কবলিত হয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে একটি ট্রাক বাসকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই এক নারী ও এক পুরুষ নিহত হয়। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে সড়কের যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর