Friday 24 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেনেভা ক্যাম্পে সেনাবাহিনী-র‍্যাবের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৪

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৫ ১৪:৪৬ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ১৫:৫৭

অভিযানে গ্রেফতার ৪।

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও মাদকসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) রাত দেড়টা থেকে ভোর ৫টা পর্যন্ত এই যৌথ অভিযান চালানো হয়।

গ্রেফতাররা হলেন- আব্দুল্লাহ সারমান (৩১), ইমরান হোসেন আলম (২৮), মো. আকাশ (২৫) ও মো. সোহেল (২৮)। তাদের মধ্যে মো. সোহেল শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেল বাহিনীর ম্যানেজার। এ সময় তাদের থেকে একটি বিদেশি অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। তাদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং উদ্ধারকৃত অস্ত্রটি পরবর্তী আইনি ব্যবস্থার জন্য র‍্যাব-২ এর নিকট হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

জানা যায়, সম্প্রতি জেনেভা ক্যাম্পে স্থানীয় তিনটি গ্যাং- চুয়া সেলিম, পিচ্চি রাজা ও বুনিয়া সোহেলের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে। গত ২১ অক্টোবর পিচ্চি রাজা বাহিনীর আস্তানা থেকে ৩২টি তাজা ককটেলসহ চারজনকে গ্রেফতার করে সেনাবাহিনী।

এছাড়া গতকাল বুধবার (২৩ অক্টোবর) বুনিয়া সোহেল গ্রুপের সদস্য জাহিদ (২০) প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের সঙ্গে সংঘর্ষে ককটেল বিস্ফোরণে নিহত হয়। এরপর রাতে জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে ইতালির তৈরি ৭ দশমিক ৬৫ মি.মি. বিদেশি পিস্তল ও দেড় কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড থেকে জানানো হয়, মোহাম্মদপুর এলাকায় সন্ত্রাস ও মাদক নিধনে আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। আমাদের এরকম যৌথ অভিযান নিয়মিত চলবে।

বিজ্ঞাপন

শীতের সবজির দামে কমতি ভাব
২৪ অক্টোবর ২০২৫ ১৫:৩৩

আরো

সম্পর্কিত খবর