Friday 24 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেনেভা ক্যাম্প থেকে হেলমেটসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৫ ১৭:৩৬ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ১৯:৩৩

-ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে হেলমেটসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার করেছে র‍্যাব-২।

শুক্রবার (২৪ অক্টোবর) জেনেভা ক্যাম্পের বাবর রোড এলাকার ৭নং সেক্টরে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ৩ রাউন্ড তাজা গুলি, ৫টি সামুরাই, ১০টি লোহার দা, ২টি চায়নিজ কুড়াল, ৪টি পেট্রোল বোমা, ১০টি পেট্রোল বোমা তৈরির জন্য ব্যবহৃত খালি কাঁচের বোতল, ১০টি হান্টার বিয়ার ক্যান, ৩৩টি এসএস পাইপ এর লাঠি, ১৪টি কাঠের লাঠি, ৩০টি পুরাতন হেলমেট উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

উদ্ধারকৃত আলামতসমূহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর