Friday 24 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাষাসংগ্রামী আহমদ রফিকের শোকসভা অনুষ্ঠিত

সারাবাংলা ডেস্ক
২৪ অক্টোবর ২০২৫ ১৯:০২ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ২০:৫৮

বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আহমদ রফিক স্মরণে শোকসভা

ঢাকা: সমাজের সব শ্রেণিপেশার মানুষের উপস্থিতিতে সদ্যপ্রয়াত ভাষাসংগ্রামী, কবি, রবীন্দ্র-গবেষক আহমদ রফিকের শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৪টায় চারুকলা বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে শোকসভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ভাষাসংগ্রামী আহমদ রফিক শোকসভা জাতীয় কমিটির আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তার স্বাগত ভাষণের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়।

এর আগে শিল্পী অসীম দত্তের গাওয়া রবীন্দ্রসংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর অনুষ্ঠানস্থলে উপস্থিত সবাই দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করে আহমদ রফিকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। তাকে নিয়ে স্মৃতিচারণা করেন ভাষাসংগ্রামী আহমদ রফিকের সভাপতি কবি মুনীর সিরাজ। এরপর পর্যায়ক্রমে স্মৃতিচারণা করেন তার আত্মীয়, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের মানুষ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে খুব দ্রুততম সময়ের মধ্যে ভাষাসংগ্রামী আহমদ রফিককে নিয়ে একটি স্মারকগ্রন্থ প্রকাশের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠান শেষ হয় অধ্যাপক সিরাজুল ইসলামের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে।

পুরো অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন ভাষাসংগ্রামী আহমদ রফিক শোকসভা জাতীয় কমিটির সদস্যসচিব ইসমাইল সাদী।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর