Friday 24 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজনীতি কোনো ব্যবসা নয়: মুশফিকুর রহমান

লোকাল করসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৫ ২০:৫২ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ২৩:০৩

মঞ্চে উপবিষ্ট খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক সচিব ও সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান। ছবি: সারাবাংলা

কসবা (ব্রাহ্মনবাড়িয়া): খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক সচিব ও সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান বলেছেন, ‘আমরা গণভোট চাই না, আমরা চাই আপনাদের ভোট। কারণ, ১৬ বছর বিএনপি কিসের জন্য সংগ্রাম করেছে, নির্যাতিত হয়েছে, আমাদের এত লোক মারা গেছে, লাখ লাখ মামলা হয়েছে, হাজার হাজার লোক জেল খেটেছে কিসের জন্য? ভোটের অধিকারের জন্য। সেই ভোট চাই, নির্বাচন চাই।’

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মুলগ্রাম ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে চারগাছ কলেজ মাঠে শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য লিফলেট বিতরণ ও বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন ।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘রাজনীতি কোনো ব্যবসা নয়। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের এমপিরা রাজনীতিকে ব্যবসা হিসাবে নিয়েছিল। এ কারনেই তারা দেশ ছেড়ে পালিয়েছে।’

বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা যারা এই রাজনীতিকে ব্যবসা হিসেবে নিবেন, তাদেরও একদিন দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে।’

একসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া- ৪ ( কসবা- আখাউড়া) নির্বাচনি এলাকায় ছয় মনোনয়নপ্রত্যাশী। ছবি: সারাবাংলা

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকারের সভাপতিত্বে উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল, মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক নুরুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন-আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মুসলিম উদ্দিন, কেন্দ্রীয় কৃষক দল সদস্য নাছির উদ্দিন হাজারী, জেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, সদস্য খন্দকার বিল্লাল হোসেন, সদস্য মো. হানিফ।

এ সময় উপস্থিত ছিলেন-কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আলী আশরাফ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কসবা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, বেলায়েত হোসেন হেলাল, বেনজির আহমেদ রাশু, মো. কায়কোবাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ রতন, যুবদল নেতা ফরিদ উদ্দিন, উপজেলা ছাত্রদল নেতা রাজু আহমেদ, বাবু প্রমুখ।

এসময় ব্রাহ্মণবাড়িয়া- ৪ ( কসবা- আখাউড়া) নির্বাচনি এলাকায় ছয় মনোনয়নপ্রত্যাশী সাবেক এমপি মুশফিকুর রহমান, আখাউড়া বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মুসলিম উদ্দিন, কেন্দ্রীয় কৃষক দল সদস্য নাছির উদ্দিন হাজারী, জেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার হাতে হাত রেখে দল যাকে মনোনয়ন দেবে সবাই এক হয়ে তার পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তারা বলেছেন অতীতে আওয়ামী লীগ করেছেন কিংবা বহিরাগত কাউকে মনোনয়ন দিলে এ এলাকার জনগন মেনে তা নেবে না।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর