জামালপুর: কক্সবাজার হতে জামালপুরে আসা একটি বাসে তল্লাশি চালিয়ে ২২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে জামালপুর সদর থানা পুলিশ।
শুক্রবার (২৪ অক্টোবর) সকালে শহরের দড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহারকৃত বাসটি জব্দ করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৬৬ লাখ টাকা।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- জামালপুর সদর উপজেলার ডিগ্রীরচর পশ্চিমপাড়া গ্রামের মৃত হাসমত আলীর ছেলে আব্দুল মতিন (৪৭) এবং তার স্ত্রী শাহিদা বেগম (৩৫)। গ্রেফতার দম্পতির বাড়ি সদর উপজেলার ডিগ্রিরচর পশ্চিম পাড়ায়।
শুক্রবার বিকেলে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ জানান, গোপন সংবাদেও ভিত্তিতে সকাল সাড়ে ৭ টার দিকে বাইপাস দড়িপাড়া এলাকায় কক্সবাজার হতে আসা বাসে তল্লাশি চালানো হয়। এসময় বাসে যাত্রী ছদ্মবেশে আসা মাদক কারবারিদের কাছ থেকে ২২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৬৬ লাখ টাকা।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিবসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।