Friday 24 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমি এনসিপির সঙ্গেই আছি: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৫ ২১:২৩ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ২৩:০৩

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী পদত্যাগের খবরকে ‘গুজব’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আমি এনসিপির সঙ্গেই আছি। সরকার গঠন পর্যন্ত এনসিপির সঙ্গেই থাকব।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘হঠাৎ করে রাতের মধ্যে আমার পদত্যাগের খবর ছড়িয়ে দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। এমন গুজব ছড়িয়ে অনেকে অনুসন্ধানী সাংবাদিকতার নামে ভুল জায়গায় মিসাইল ছুড়ে থাকে। এখন সময় এসেছে প্রকৃত অনুসন্ধানী সাংবাদিকতা করার—যেখানে দেখা হবে প্রশাসন, আমলাতন্ত্র ও নিরাপত্তা বাহিনীতে সংস্কার প্রক্রিয়ায় কোথায় ব্যত্যয় ঘটছে।’

বিজ্ঞাপন

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, ‘দেশে এখনো দুর্নীতির একই ধারা বহাল আছে। আগের সরকারের সময় যেভাবে সচিবালয় থেকে শুরু করে প্রশাসনের প্রতিটি স্তরে দুর্নীতি চলত, বর্তমান সরকারও সেই একই ধারাবাহিকতা বজায় রেখেছে।’

তিনি বলেন, ‘আমাদের দেশে কিছু ব্যবসায়িক গোষ্ঠীর হাতে গণমাধ্যম রয়েছে। যারা প্রকৃত অর্থে সুস্থ সাংবাদিকতা করতে চান, তারাও এখন অপসাংবাদিকতার শিকার হচ্ছেন। সাংবাদিক সমাজকে এই নেতিবাচক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে এখন প্রয়োজন সুস্থ রাজনীতি ও নীতি-ভিত্তিক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা। বিভ্রান্তি বা গুজব নয়, প্রয়োজন সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতা।’

এর আগে, বৃহস্পতিবার রাতে একটি সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয় যে, নাসীরুদ্দীন পাটওয়ারী এনসিপির মুখ্য সমন্বয়ক পদ থেকে পদত্যাগ করেছেন। তবে পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি বিষয়টি ‘ভিত্তিহীন গুজব’ বলে উল্লেখ করে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর