Friday 24 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৫ ২২:০৫

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। তিন শিশু পরস্পরের নিকটাত্মীয় বলে জানা গেছে।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়া গ্রামের এক পুকুর থেকে তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মৃত তিন শিশু হলেন- সুমাইয়া আক্তার (৯), হাবিবা আক্তার (৬) ও জান্নাত (১০)।

পুলিশ জানায়, তিন শিশুর মধ্যে হাবিবা ও সুমাইয়া আপন চাচাতো বোন। জান্নাত সুমাইয়ার খালাতো বোন।

রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল খান সারাবাংলাকে জানান, জান্নাত আজ (শুক্রবার) দুপুর ১টার দিকে খালার বাড়িতে বেড়াতে আসে। ঘণ্টাখানেক পর তিন শিশু তাদের বাড়িসংলগ্ন উত্তর পারুয়া দক্ষিণপাড়া জামে মসজিদের পুকুরে গোসল করতে নামে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘দীর্ঘক্ষণ পরও ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। বিকেল ৪টার দিকে ওই পুকুরে গিয়ে সুমাইয়ার মা তার মেযেকে ভেসে উঠতে দেখেন। তাকে লোকজন উদ্ধারের সময় আরও দুই শিশু ভেসে উঠে।’

তাদের উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/আরডি/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর