Friday 24 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরপিওতে পরিবর্তনের পেছনে বিশেষ রাজনৈতিক স্বার্থ কাজ করছে: আখতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৫ ২২:৩৩

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

ঢাকা: আরপিওতে পরিবর্তনের পেছনে বিশেষ রাজনৈতিক স্বার্থ কাজ করছে বলে অভিযোগ করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় শাহবাগের শহিদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত ওই সভায় তিনি এ কথা বলেন।

রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা জেলা ও মহানগর সমন্বয় সভায় দলের সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেছেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নের আইনগত ভিত্তি গোপন রেখে সই অনুষ্ঠান করেছে। তিনি বলেন, ‘ওইদিন যদি এনসিপি সেই সনদে সই করতো, তাহলে সনদের অপমৃত্যু হতো।’

আখতার হোসেন বলেন, ‘‘সরকার এখনো পর্যন্ত জুলাই সনদের আইনিভিত্তির বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্ট করেনি। দ্রুত তা খোলাসা করতে হবে। যদি ৯০-এর মতো ‘মুছে ফেলার রাজনীতি’ শুরু হয়, এনসিপি তা প্রতিহত করবে।”

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করে বলেন, ‘একটি বিশেষ দলকে সুবিধা দিতে নির্বাচন আইন (আরপিও) পরিবর্তনের পাঁয়তারা চলছে। যদি একটি দলের কারণে আরপিও বাতিল করা হয়, তাহলে বুঝে নিতে হবে—এটি সরকারের লন্ডনে গিয়ে বৈঠক করে আসার প্রভাব।’

এ সময় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনীতি নিয়েও সমালোচনা করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, ‘আওয়ামী লীগ ও জাতীয় পার্টি রাজনীতির সুযোগ পেলে দেশ ধ্বংস করে ফেলবে। তাই এই দুই দলকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া যাবে না।’

সভায় এনসিপির সভাপতি নাহিদ ইসলামসহ দলের কেন্দ্রীয়, জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর