Saturday 25 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাইকোর্টের সামনে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৫ ১০:০৬ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ১০:২১

প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর শাহবাগ থানাধীন হাইকোর্টের সামনে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৩০) এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) হামিদুল ইসলাম জানান, রাতে ট্রিপল নাইনের মাধ্যমে খবর আসে হাইকোর্টের সামনে কোন যানবাহনের ধাক্কায় এক নারী গুরুতর আহত হয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, ওই নারী ভবঘুরে প্রকৃতির। হাইকোর্ট এলাকায় থাকত। তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

সারাবাংলা/এসএসআর/এনজে
বিজ্ঞাপন

জোড়া গোলে মেসির নতুন রেকর্ড
২৫ অক্টোবর ২০২৫ ১২:০৩

আরো

সম্পর্কিত খবর