Saturday 25 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বায়ুদূষণে বিশ্বে চতুর্থ অবস্থানে ঢাকা

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৫ ১০:২৩

ছবি: সারাবাংলা

ঢাকা: বায়ুদূষণে আবারও শীর্ষে বাংলাদেশের রাজধানী ঢাকা। শনিবার (২৫ অক্টোবর) সকাল ৯টার পরিসংখ্যান অনুযায়ী, ঢাকার বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। আন্তর্জাতিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ার-এর সূচকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর ১৭৯, যা বিশ্বে চতুর্থ সর্বাধিক দূষিত শহরের অবস্থান নির্দেশ করে।

বিশ্লেষণে দেখা যায়, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র ধূলিকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নির্ধারিত মানের প্রায় ১৭ গুণ বেশি। এসব বস্তুকণা সহজেই মানবদেহে প্রবেশ করে শ্বাসকষ্ট, হৃদরোগ, ব্রঙ্কাইটিসসহ নানা জটিল রোগের ঝুঁকি বাড়ায়।

শনিবার (২৫ অক্টোবর) সকালে সবচেয়ে দূষিত এলাকা ঢাকার কল্যাণপুরে একিউআই স্কোর ছিল ২১২, যা খুবই অস্বাস্থ্যকর শ্রেণিতে পড়ে। এছাড়া বেচারাম দেউড়ি একিউআই স্কোর ১৯৮, দক্ষিণ পল্লবী ১৮৭, ইস্টার্ন হাউজিং ১৭৯, গোড়ান ১৬৪, মাদানি সরণি (বেজ এজওয়াটার) ১৫৮, গুলশানে (গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল) ১৫৫, তেজগাঁও (শান্তা ফোরাম) ১৫৫—এসব এলাকার বাতাসের মানকেও ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করেছে আইকিউএয়ার।

বিজ্ঞাপন

বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলো শনিবার সকালে প্রকাশিত তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোরে স্কোর ৩৬৩, যা বিপজ্জনক পর্যায়ে। দ্বিতীয় স্থানে ভারতের দিল্লি, তৃতীয় স্থানে কলকাতা। চতুর্থ স্থানে অবস্থান করছে বাংলাদেশের ঢাকা, যেখানে দূষণের মাত্রা দ্রুত বাড়ছে।

বায়ুমানের মানদণ্ড আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী ০–৫০ ভালো, ৫১–১০০ সহনীয়, ১০১–১৫০ সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০ অস্বাস্থ্যকর, ২০১–৩০০ খুবই অস্বাস্থ্যকর, ৩০১–এর বেশি দুর্যোগপূর্ণ।

বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় অস্বাস্থ্যকর পর্যায়ের বায়ুতে বসবাস করলে শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এ অবস্থায় নগরবাসীকে বাইরে বের হলে মাস্ক ব্যবহার ও দূষণ-নিরোধক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন তারা।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

জোড়া গোলে মেসির নতুন রেকর্ড
২৫ অক্টোবর ২০২৫ ১২:০৩

আরো

সম্পর্কিত খবর