Saturday 25 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জের দিরাইয়ে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৯, আহত ১৫ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৫ ১১:১২

দিরাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটে যাওয়া সংঘর্ষ। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ: দিরাইয়ে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ৯ জন গুলিবিদ্ধ ও ১৫ জন আহত হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) উপজেলার কুলঞ্জ ইউনিয়নের কুলঞ্জ গ্রামের ইউপি সদস্য মাহবুব চৌধুরী ও সাবেক সদস্য এলাইস মিয়ার লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে।

ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত ইছহাক মিয়া তালুকদার (২৮), ইকবাল মিয়া তালুকদার (৩৫), ফুল মিয়া তালুকদার (৩৪), কাসেম তালুকদার (৪৫), আব্দুল কাহের তালুকদার (৩৬), মুছা মিয়া তালুকদার (৬২), বসর মিয়া তালুকদার (৬৪), আলফু মিয়া তালুকদার (৩২), জহর উদ্দিন তালুকদার (৫৫), কয়েছ মিয়া তালুকদার (৬০), রিয়াজ মিয়া (১৫), মুতালিব মিয়া (২৯) কে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডা. পিন্টু কুমার তালুকদার গুলিবিদ্ধ ৯ জনকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠায়।

বিজ্ঞাপন

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গ্রামের বর্তমান ইউপি সদস্য মাহবুব চৌধুরী ও সাবেক সদস্য এলাইস মিয়ার লোকজনের মধ্যে গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। এরই জের ধরে শুক্রবার জুমার নামাজের পর উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়।

দিরাই থানা অফিসার ইনচার্জ (দায়িত্বপ্রাপ্ত) উত্তম কুমার দাশ জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। গ্রামের পরিবেশ এখন শান্ত, আইনি প্রদক্ষেপ নেওয়া হচ্ছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর