Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জোড়া গোলে মেসির নতুন রেকর্ড

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৫ ১২:০৩

মেজর সকার লিগে মেসির নতুন রেকর্ড

আজকাল তার মাঠে নামা মানেই যেন নতুন নতুন রেকর্ড। ইন্টার মায়ামির হয়ে লিওনেল মেসি গড়লেন আরেকটি রেকর্ড। মেজর সকার লিগের প্লে-অফের প্রথম ম্যাচে ন্যাশভিলের বিপক্ষে মেসির জোড়া গোলেই ৩-১ ব্যবধানের জয় পেয়েছে মায়ামি। মেসি এখন এমএলএসে সব প্রতিযোগিতা মিলিয়ে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গোলদাতা।

ন্যাশভিলের বিপক্ষে হ্যাটট্রিক করেই মেজর সকার লিগের নিয়মিত মৌসুম শেষ করেছিলেন মেসি। চেজ স্টেডিয়ামে আজও সেই ধারা বজায় রাখলেন আর্জেন্টাইন অধিনায়ক।

ম্যাচের ১৯তম মিনিটে লুইস সুয়ারেজের ক্রসে দারুণ এক হেডে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। এটি মেসির ক্যারিয়ারে ৮৯০তম গোল আর হেডে ২৯তম।

বিজ্ঞাপন

ম্যাচের ৯৬ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান মেসি। সব মিলিয়ে পেশাদার ক্যারিয়ারে তার গোল দাঁড়াল ৮৯১। সব মিলিয়ে ২০২৫ সালে এখন পর্যন্ত মেসির গোলসংখ্যা ৩৯। এর আগে ৩৮ গোল করে যৌথভাবে শীর্ষে ছিলেন ডেনিস বোয়াঙ্গা ও কার্লোস ভেলা।

ম্যাচ শুরুর আগে এমএলএস কমিশনার ডন গারবারের কাছ থেকে গোল্ডেন বুট বুঝে নেন মেসি। তিন ম্যাচের প্লে–অফের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২ নভেম্বর বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে ন্যাশভিলের মাঠ গিওডিস পার্কে।

দ্বিতীয় ম্যাচটি জিতলেই এমএলএস কাপে ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে উঠবে মায়ামি। তবে প্লে–অফে দ্বিতীয় ম্যাচটি ন্যাশভিলে জিতলে আগামী ৮ নভেম্বর চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তৃতীয় প্লে–অফ ম্যাচ।

বিজ্ঞাপন

৯ দিনের ব্যবধানে বাড়ল সোনার দাম
১১ ডিসেম্বর ২০২৫ ২১:৫৪

৭ পুলিশ সুপারকে বদলি
১১ ডিসেম্বর ২০২৫ ২১:৫৩

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর