Saturday 25 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমানবন্দরে আগুনের ঘটনা খতিয়ে দেখবে ৪ দেশের বিশেষজ্ঞ দল

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৫ ১৩:০৬ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ১৩:১৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো অব্যবস্থাপনা ছিল কিনা তা খতিয়ে দেখতে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিশেষজ্ঞদের নিয়ে একটি যৌথ তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।

শনিবার (২৫ অক্টোবর) সকালে বিমানবন্দরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

জাহাঙ্গীর আলম বলেন, “আমরা মনে করি এটি একটি দুর্ঘটনা। তবে কোনো অব্যবস্থাপনা বা গাফিলতি ছিল কিনা তা জানতেই চার দেশের বিশেষজ্ঞ দল তদন্ত করবে। তারা আগুন লাগার কারণ, উৎস ও দায়ী ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত অনুসন্ধান করবেন।”

বিজ্ঞাপন

তিনি বলেন, “বিমানবন্দরের চারটি ইউনিট দ্রুত আগুন নেভানোর চেষ্টা করে। তবে কার্গো এলাকায় দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে আনতে সময় লাগে।”

পরিদর্শনের সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর দুপুর আড়াইটার দিকে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। পরদিন বিকেলে পুরোপুরি আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

বিজ্ঞাপন

জোড়া গোলে মেসির নতুন রেকর্ড
২৫ অক্টোবর ২০২৫ ১২:০৩

আরো

সম্পর্কিত খবর