Saturday 25 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর্মশালায় বক্তারা
রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া অর্থনৈতিক স্থিতিশীলতা সম্ভব নয়

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৫ ১৬:৫৯

-ছবি : সংগৃহীত

ঢাকা: কোনো দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া অর্থনৈতিক স্থিতিশীলতা সম্ভব নয়।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ফ্রেডরিখ এবার্ট স্টিফটুং (এফইএস) এর সহযেগিতায় “ইনক্লুসিভ ডেমোক্রেসি” শীর্ষক এক কর্মশালায় বক্তারা এ কথা বলেন। বেসরকারি সংস্থা ‘সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ’ (সিজিএস) এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় স্বাগত বক্তব্যে সিজিএস-এর প্রেসিডেন্ট জিল্লুর রহমান বলেন, যখন গণতন্ত্র বা রাজনীতি নিয়ে কথা হবে, সেখানে জনগণের ধারণা বা পারসেপশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নির্বাচন গণতন্ত্রের নিশ্চয়তা দেয় না, তবে নির্বাচন ছাড়া গণতন্ত্রের প্রক্রিয়ায় প্রবেশ সম্ভব নয়। বাংলাদেশে সামনে একটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, এবং সেটি কীভাবে হয় তা দেখার বিষয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, এই দেশে কারা প্রান্তিক বা মার্জিনালাইজড, সেটি বহুমাত্রিক একটি প্রশ্ন। তথ্যের দিকে তাকালে দেখা যায়, দেশে প্রায় ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দল থাকলেও ‘জুলাই সনদে’ স্বাক্ষর করেছে মাত্র ১৮টি দল। দেশের জনসংখ্যার প্রায় ৫০ শতাংশ নারী, কিন্তু এই ঐতিহাসিক প্রক্রিয়ায় নারী বা অন্যান্য সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব খুব বেশি দেখা যায়নি। তাই কীভাবে এ প্রক্রিয়ায় ঐক্ত্য তৈরি হলো, সেটিই এখন ভাবার বিষয়।

সিজিএস-এর নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী বলেন, অতীতের নির্বাচনি প্রক্রিয়ায় দেখা গেছে যারা ক্ষমতায় যেতেন বা যেতে পারতেন, নির্বাচনের পর তাদের ক্ষমতা আকাশসম হয়ে যেত, আর যারা পরাজিত হতো তাদের খুঁজেও পাওয়া যেত না। যখন রাজনৈতিক সংখ্যালঘুদের প্রসঙ্গ উঠে ধর্মীয় সংখ্যালঘুদের বিষয়টি সেখানে স্বাভাবিকভাবেই উঠে আসে।

তিনি বলেন, এছাড়া অর্থনৈতিক বঞ্চনা আমাদের একটি বড় সমস্যা, যেখানে একই গোষ্ঠী বারবার সুবিধা ভোগ করে আসছে। পাশাপাশি সাংস্কৃতিক বঞ্চনাও এখন আরও স্পষ্টভাবে দৃশ্যমান হচ্ছে, যা অনেক সময় জোরপূর্বক এবং কখনও কখনও রাষ্ট্রের সহায়তায় সমাজে চাপিয়ে দেওয়া হচ্ছে।

এফইএস বাংলাদেশ এর রেসিডেন্ট রিপ্রেসেন্টেটিভ ফিলিক্স গ্রাদেস বলেন, এফইএস সামাজিক গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে গঠিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এফইএস গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছে গবেষণা, রাজনৈতিক আলোচনা ও জনআলোচনার মাধ্যমে। বাংলাদেশে এফইএসের যাত্রা শুরু হয় ২০১৩ সালে, এবং তখন থেকেই মূলত অর্থনৈতিক নীতিনির্ধারণ বিষয়ে নিয়ে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ এখন একটি বিশেষ পরিস্থিতিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

বাংলাদেশের জনগণ একটি ন্যায্য ও সুষ্ঠু নির্বাচন অভিজ্ঞতা লাভ করবে- এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক শক্তিগুলোর পাশেই থাকছে এফইএস। সংখ্যালঘুদের অধিকার প্রশ্নটি বিশ্বব্যাপী গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান।

তিনি বলেন সংখ্যাগরিষ্ঠের দৌরাত্ম্য ও ক্ষমতার অপব্যবহার কতিপয়ের হাতে ক্ষমতার অপব্যবহারের চেয়ে কোনো অংশে ভালো নয়।