Saturday 25 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রেস্ট ক্যানসার নিয়ে প্রশিক্ষণ পেলেন সিএমপির নারী পুলিশ সদস্যরা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৫ ১৮:৩৭

ব্রেস্ট ক্যানসার নিয়ে হাতে-কলমে বিশেষ প্রশিক্ষণ

চট্টগ্রাম ব্যুরো: ব্রেস্ট ক্যানসার নিয়ে হাতে-কলমে বিশেষ প্রশিক্ষণ পেলেন চট্টগ্রাম নগর পুলিশের তিন শতাধিক নারী সদস্য।

শনিবার (২৫ অক্টোবর) নগরীর দামপাড়ায় চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) মাল্টিপারপাস সেডে এ প্রশিক্ষণ কর্মসূচি হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশন, বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিএসসিআর ও পিজিএস অ্যাকাডেমিয়া এর আয়োজন করে।

সকালে কর্মসূচির উদ্বোধন করেন নগর পুলিশের উপ-কমিশনার নিস্কৃতি চাকমা। তিনি প্রশিক্ষণার্থী নারী পুলিশ সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতন হওয়ার তাগিদ দিয়ে বলেন, ‘সঠিক সময়ে রোগ নিরুপণ করা গেলে ব্রেস্ট ক্যানসারে প্রাণহানির সংখ্যা অনেক হ্রাস পাবে।’

বিজ্ঞাপন

চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রবিউল হাসান চৌধুরীর সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন সিএসসিআর’র চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরী, মহিলা শল্যচিকিৎসকদলের প্রধান ডা. সায়রা বানু শিউলী, বিভাগীয় পুলিশ হাসপাতালের চিকিৎসক ডা. বিন্দু রানী গোপ, ডা. অন্তরা কর, সিএসসিআরের প্রশাসনিক কর্মকর্তা আজিজুর রহমান এবং আব্দুল্লাহ আল মামুন।

দিনব্যাপী আয়োজনে ডা. সায়রা বানু শিউলীর নেতৃত্বে চিকিৎসক দল ব্রেস্ট ক্যানসার সচেতনতা, উদ্বুদ্ধকরণ ও ভিডিও প্রদর্শনীর মাধ্যমে হাতে-কলমে প্রশিক্ষণ দেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চসিক এবং সিএসসিআর-পিজিএস অ্যাকাডেমিয়া অক্টোবর মাসকে ব্রেস্ট ক্যানসার নিয়ে সচেতনতা তৈরির মাস হিসেবে পালন করছে। ব্যাপক প্রচারণার পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা, শতকরা ৫০ ভাগ ছাড়ে পরীক্ষা এবং বিনামূল্যে ব্রেস্ট সার্জারি করা হচ্ছে। এ ছাড়া অক্টোবর মাসজুড়ে প্রতি শনিবার, সোমবার এবং বুধবার বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত সিএসসিআর হাসপাতালে বিনামূল্যে স্ক্রিনিং এবং কনসালটেশন কার্যক্রম চলছে ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর