বগুড়া: বগুড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রখ্যাত চিকিৎসক ডা: জুবাইদা রহমানের কন্যা ব্যারিস্টার জায়মা রহমানের জন্মদিন উদযাপিত হয়েছে। এদিন বগুড়ায় এমিতদেরকে খাবার বিতরন ও দোয়া মাহফিল করা হয়।
শনিবার (২৫অক্টোবর) বাদ যোহর নগরীর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে পরিবারবর্গের আয়োজনে কোরআন খতম, দোয়া ও এমিতদের খাওয়ানো হয়। এসময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উদেষ্টাও সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, জেলা বিএনপির সহ-সভাপতি এমআর ইসলাম স্বাধীন, ডা. শাহ মো. শাজাহান আলী, মাফতুন আহমেদ খান রুবেল, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. হাসানাত আলী, সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, জিয়া পরিবারের পক্ষে ছিলেন সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, জেলা যুবদলের সাবেক আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান প্রমুখ।
এদিকে বগুড়ার শিবগঞ্জে ব্যারিস্টার জায়মা রহমানের জন্মদিনে বিনামূল্যে চিকিৎসাসেবা ও দুই হাজার গরিব ও অসহায় মানুষদের মাঝে ঔষধ বিতরন করা হয়েছে। বেলা ১১টায় উপজেলা মোকামতলায় ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. হাসানাত আলী। প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম, জেলা বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. ইফনুছ আলী, কোষাধ্যক্ষ শাহাদৎ হোসেন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রখ্যাত চিকিৎসক ডা: জুবাইদা রহমানের কন্যা ব্যারিস্টার জায়মা রহমানের জন্মদিন উদযাপন করা হয়েছে। নানা কর্মসূচির মাধ্যমে বগুড়ায় দিনটি পালন করা হয়। বগুড়ার কৃতি সন্তান ব্যারিস্টার জায়মা রহমান বিএনপির ভবিষৎ কান্ডারি। তাই তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়েছে।