Saturday 25 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোলায় সাংবাদিককে কুপিয়ে জখম, গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৫ ২০:১৭

মহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. জসিম রানা

ভোলা: ভোলায় সংবাদ প্রকাশের জেরে মহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. জসিম রানাকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় মো. সবুজ নামের এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে সবুজকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

গ্রেফতার সবুজ ভোলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পৌর কাঠালী এলাকার রফিকুল ইসলামের ছেলে।

এর আগে গত ২৩ অক্টোবর ভোলা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড এলাকায় সবুজের নেতৃত্বে সাংবাদিক জসিম রানাকে কুপিয়ে জখম করা হয়। গুরুতর আহত জসিম ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে চার জনের নাম উল্লেখ করে ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

মামলার এজহার সূত্রে জানা গেছে, একনারীকে ধর্ষণের ঘটনায় ভিকটিমের অভিযোগের ভিত্তিতে গত ২১ অক্টোবর সবুজের নামে সংবাদ প্রকাশ করেন জসিম রানা। এর পর থেকেই সবুজ ও তার পরিবার বিভিন্ন সময়ে সাংবাদকি জসিমকে হুমকি-ধামকি দিয়ে আসছে। গত ২৩ অক্টোবর সকালে বাসস্ট্যান্ড এলাকার দক্ষিণ বঙ্গ পলিটেকনিকের সামনে সবুজের সঙ্গে দেখা হলে সবুজ তাকে অকত্থ্য ভাষায় গালাগাল করেন। একপর্যায়ে সবুজের ভাই খায়রুল ইসলাম, ছেলে মো. রায়হান ও স্ত্রী ঝুমুর বেগম এসে তার ওপর অতর্কিত হামলা চালায়।

এ সময় সবুজের হাতে থাকা বগি দা দিয়ে জসিম রানার মাথায় আঘাত করলে হাত দিয়ে সেটি প্রতিহত করতে গেলে হাতে লেগে একটি আঙ্গুল হাত থেকে বিচ্ছন্ন হয়ে যায়। পরে স্থানীয় লোকজন চলে আসলে সবুজ তাকে হুমকি দিয়ে চলে যায়। এ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাচনাইন পারভেজ জানান, এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর