চট্টগ্রাম ব্যুরো: প্রথমবারের মতো পাকিস্তানে ইন্টার্নশিপ করতে যাচ্ছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ১৯ শিক্ষার্থী। এদের মধ্যে নয় জন ছাত্রী ও ১০ জন ছাত্র।
শনিবার (২৫ অক্টোবর) সিভাসুর জনসংযোগ ও প্রকাশনা দফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা ও গবেষণা বিনিময়ের লক্ষ্যে সই করা সমঝোতা চুক্তি (এমওইউ) অনুযায়ী সিভাসুর ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২৫তম ব্যাচের ১৯ জন শিক্ষার্থী পাকিস্তানে যাচ্ছেন। আগামী ১ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানের লাহোরে ইউনিভার্সিটি অব ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেসে (ইউভিএএস) তারা ইন্টার্নশিপ করবেন।
শিক্ষার্থীদের সঙ্গে গাইড হিসেবে থাকবেন সিভাসুর পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) অধ্যাপক আব্দুল আহাদ। পাকিস্তানের ইউভিএএসের ভেটেরিনারি সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক আনিলা জামির দুররানির তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ কার্যক্রম চলবে। সিভাসুর শিক্ষার্থীরা ইউভিএএসের সিটি ক্যাম্পাসে বিভিন্ন ক্লিনিক্যাল বিভাগে হাতে-কলমে কাজ শেখার সুযোগ পাবেন।
পাকিস্তান যাত্রার আগে শনিবার সিভাসুর প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে ওই শিক্ষার্থীদের নিয়ে একটি অনুষ্ঠান হয়। এতে সিভাসুর উপাচার্য অধ্যাপক মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, ‘শিক্ষার্থীরা বিদেশে অবস্থানকালে সিভাসুর মর্যাদা অক্ষুণ্ন রেখে সর্বোচ্চ নিষ্ঠা ও শৃঙ্খলার সঙ্গে নিজেদের জ্ঞান ও দক্ষতা বিকাশে কাজ করবেন।’
সিভাসুর পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) অধ্যাপক এ কে এম সাইফুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক গৌতম কুমার দেবনাথ এবং পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) অধ্যাপক ড. আব্দুল আহাদ ছিলেন।