বাগেরহাট: জেলার ফকিরহাটে ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বাহিরদিয়া জামরুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম সিক্ত খাতুন (২৬)। তিনি ফকিরহাট উপজেলার আট্টাকা গ্রামের মৃত কালাম শেখের মেয়ে। আহতরা হলেন- ভ্যানচালক শাহাদাৎ হোসেন (৫৫) ও যাত্রী শাহেব আলী (৬৫)। ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজজাক মীর এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছোটবাহিরদিয়া জোড়াকবর এলাকা থেকে ফকিরহাট বাজারের দিকে যাত্রীবাহী ভ্যানটি যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা রূপসাগামী একটি ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিক্তকে মৃত ঘোষনা করেন। পরে বাকি আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজজাক মীর বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পালিয়ে যাওয়ার সময় বাহিরদিয়া ক্যাম্প পুলিশ ট্রাকটি জব্দ করেছে এবং চালক ও তার সহযোগীকে আটক করা হয়েছে।’