রংপুর: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে সাবেক পীরগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসের শাহ মো. মাহবুবার রহমানের নাম ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় এক মতবিনিময় সভায় তার নাম ঘোষণা করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তফিজার রহমান মোস্তফা।
সভায় মোস্তফা বলেন, ‘মাহবুবার রহমান স্থানীয় উন্নয়নে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন নেতা। তার নেতৃত্বে এই আসনের উন্নয়নকে নতুন গতি দেওয়া যাবে।’
জাতীয় পার্টির এই সিদ্ধান্ত দলের স্থানীয় ঐক্য এবং নির্বাচনি প্রস্তুতিকে শক্তিশালী করবে বলে মনে করছেন দলীয় নেতারা।
মাহবুবার রহমান এর আগে পীরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।
এই আসনে দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে বিজয়ী হয়েছিলেন সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।