Saturday 25 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৫ ২২:৩২ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ ০০:১৩

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহনমূলক নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। এছাড়া অংশগ্রহন মূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব নয়।

তিনি বলেন, জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি, নির্বাচন এবং কল্যাণ রাষ্ট্র গঠন জাতীয় জীবনে এখন মূখ্য দাবি। অবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে।

শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘জুলাই সনদের বাস্তবায়ন, নির্বাচন ও কল্যাণ রাষ্ট্র’ গঠনের দাবিতে জাতীয় ঐক্য জোট কর্তৃক আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আব্দুল হালিম বলেন, কল্যাণ রাষ্ট্র হচ্ছে ঐ রাষ্ট্র যেই রাষ্ট্রের নাগরিকের মৌলিক অধিকার রাষ্ট্র কর্তৃক নিশ্চিত করা হয়। জামায়াতে ইসলামী দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত বৈষম্যহীন কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। জনগণ সুযোগ দিলে জামায়াতে ইসলামী জাতিকে একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র উপহার দেবে। দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত রাষ্ট্র বিনির্মাণের জন্য স্বচ্ছ নেতৃত্বের প্রয়োজন।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির, ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, প্রশাসনে দলীয়করণ বন্ধ না হলে সর্বস্তরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা যাবে না। ফলে সুষ্ঠু নির্বাচনের পরিবেশও তৈরি হয়নি। এই পরিস্থিতিতে অংশগ্রহনমূলক নির্বাচনও সম্ভব নয়।

জাতীয় ঐক্য জোটের প্রধান সমন্বয়কারী আলহাজ্ব মাওলানা আলতাফ হোসাইন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় ঐক্য জোটের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী প্যানেল সাখাওয়াত হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতারা, সুশীল সমাজের প্রতিনিধি, পেশাজীবি পরিষদের প্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতারা।

সারাবাংলা/এমএমএইচ/এসএস