আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি স্থায়ী করার লক্ষ্যে ইস্তাম্বুলে দুই দেশের কর্মকর্তারা বৈঠকে বসেছেন। তবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ সতর্ক করে বলেছেন, আলোচনায় অগ্রগতি না হলে যুদ্ধ শুরু হতে পারে। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনের বরাতে এ তথ্য জানা গেছে।
শনিবার (২৫ অক্টোবর) শুরু হওয়া এই আলোচনা রোববার (২৬ অক্টোবর) পর্যন্ত চলবে বলে আশা করা হচ্ছে। গত সপ্তাহে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় দোহায় সই করা যুদ্ধবিরতির পর এই বৈঠক হচ্ছে। সীমান্ত সংঘর্ষে এরই মধ্যে বহু মানুষ নিহত ও শতাধিক আহত হয়েছেন।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আসিফ বলেন, ‘যদি কোনো চুক্তি না হয়, তাহলে আমাদের হাতে মুক্ত যুদ্ধের বিকল্প রয়েছে।’
শুক্রবার (২৪ অক্টোবর) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আলোচনায় অবশ্যই আফগান মাটি থেকে পাকিস্তানের দিকে আসা সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলা নিয়ে আলোচনা হতে হবে। পাকিস্তান অভিযোগ করে আসছে, আফগানিস্তান পাকিস্তানি তালেবান (টিটিপি)-এর মতো ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে’ আশ্রয় দিচ্ছে। তবে কাবুল এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, পাকিস্তানই তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে সীমান্তে বিমান হামলা চালিয়ে।’
সাম্প্রতিক সংঘর্ষের পর দুই দেশের মূল বাণিজ্যিক সীমান্তপথ এখনও বন্ধ রয়েছে, যার ফলে প্রতিদিন আফগান ব্যবসায়ীরা লাখ লাখ ডলারের ক্ষতির মুখে পড়ছেন বলে জানিয়েছে আফগানিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।