ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করলে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি সতর্ক করে বলেন, রাস্তায় আন্দোলনের নামে সংঘর্ষের রাজনীতি করলে আবার শেখ হাসিনার আমলে ফেরত যেতে হবে।
রোববার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো বিভেদ নেই। প্রত্যেক দলের নিজস্ব রীতি-নীতি থাকে। সবাই যেন নিজের মত অনুযায়ী মতামত প্রকাশ করতে পারে, এটিই গণতন্ত্র।
তিনি আরও বলেন, দলগুলোকে নিজেদের এজেন্ডা নিয়ে জনগণের কাছে যেতে হবে। ভিন্নমত থাকলেও তা সম্মানের সঙ্গে গ্রহণ করতে হবে। সংঘর্ষ ও সহিংস রাজনীতিতে ফিরে যাওয়া যাবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা।