কুষ্টিয়া: পদ্মা নদীর তীব্র ভাঙনে বসতভিটা ও ফসলি জমি রক্ষার দাবিতে কুষ্টিয়া-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা। রোববার (২৬ অক্টোবর) বেলা ১২টায় ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের ক্ষতিগ্রস্থ শত শত নারী পুরুষ এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহন করে।
এসময় বক্তারা বলেন, মুন্সিপাড়া ও আশপাশের প্রায় ৫ কিলোমিটার এলাকা পদ্মার ভাঙনের কবলে পড়েছে। এতে কৃষিপ্রধান এই অঞ্চলের বিপুল পরিমাণ ফসলি জমি ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকির মুখে রয়েছে শত শত বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় এবং সরকারি-বেসরকারি স্থাপনা। এমনকি বন্যা নিয়ন্ত্রণ বাঁধও ঝুঁকিতে পড়েছে।
বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয়রা অভিযোগ করে বলেন, বছরের পর বছর ধরে মানববন্ধন ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ভাঙনরোধে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়ে আসছি। কিন্তু এখনো কোনো স্থায়ী ব্যবস্থা নেয়নি পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমরা এখন চরম আতঙ্কে দিন কাটাচ্ছি। যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। অবরোধ চলাকালে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মো. রাশিদুর রহমান সারাবাংলা-কে বলেন, ‘আমরা ওখানে জিও ব্যাগ ফেলবো। কর্মকর্তাদের সঙ্গে আলাপ করছি। আমরা অতি দ্রুত কাজ শুরু করবো।’