Sunday 26 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জোটের যেকোনো দলের প্রতীকে ভোট চায় এনডিএম

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৫ ১৬:৩৪ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ ১৭:৪১

এনডিএম-এর দফতর সম্পাদক জাবেদুর রহমান জনি। ছবি: সারাবাংলা

‎ঢাকা: জোটবদ্ধ হয়ে নির্বাচন করলে রাজনৈতিক দলগুলোর জোটের যেকোন দলের প্রতীকে নির্বাচন করার সুযোগ চায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম।

‎রোববার (২৬ অক্টোবর) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বরাবরে দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজের সই করা এ সংক্রান্ত একটি চিঠি জমা দেওয়া হয়। দলটির দফতর সম্পাদক জাবেদুর রহমান জনি সিইসির কার্যালয়ে এই চিঠি জমা দেন।

‎চিঠিতে বলা হয়, নির্বাচনি জোট করলেও প্রার্থীকে নিজ দলের মার্কায় নির্বাচন করতে হবে যা পূর্বে জোটভুক্ত রাজনৈতিক দলগুলোর ইচ্ছাধীন বিষয় ছিলো। এই সংশোধনীর বিষয়ে এনডিএম তীব্র আপত্তি এবং প্রতিবাদ জানাচ্ছে। রাজনৈতিক দলগুলোর সাথে কোন ধরণের আলোচনা ছাড়াই নির্বাচনের তফসিল ঘোষণার মাত্র দেড় মাস আগে এরকম একটি বিধান চালুকে আমরা দুরভিসন্ধিমূলক বলে মনে করছি।

বিজ্ঞাপন

‎চিঠিতে আরও বলা হয়েছে, রাজনৈতিক সংস্কৃতিতে নির্বাচনি জোট খুবই স্বতসিদ্ধ একটি প্রক্রিয়া এবং সাধারণত জোটের নেতৃত্ব দানকারী দলের মার্কায় নির্বাচন করার মাধ্যমেই সেই জোটের শক্তিমত্তা প্রকাশ পায়। কোন আইনের মাধ্যমে এই গণতান্ত্রিক অধিকার খর্ব করার এখতিয়ার কারো নেই। একটি রাজনৈতিক দল জোটবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম করতে পারলে কেন জোটবদ্ধভাবে নির্বাচন করার জন্য নিজস্ব মার্কায় নির্বাচন করতে আইনগতভাবে বাধ্য থাকবে তার কোন যৌক্তিক ব্যাখ্যা নাই।

‎বলা হয়েছে, রাজনৈতিক দলের নিবন্ধন নেবার সময় এই শর্ত ছিলো না যে নিজস্ব মার্কায় নির্বাচন করতে বাধ্য থাকবে বরং এটা ইচ্ছাধীন বিষয় ছিলো।

নির্বাচনের মাত্র সাড়ে তিন মাস আগে এ ধরণের বিধান চালুর অর্থ হলো পর্যাপ্ত সময় না দিয়েই রাজনৈতিক দলগুলোর নির্বাচনি কৌশল এবং প্রস্তুতিতে বাধা সৃষ্টি করা। আমরা জোটবদ্ধ নির্বাচন করলে রাজনৈতিক দলগুলো যাতে জোটের যেকোন দলের প্রতীকে নির্বাচন করার স্বাধীনতা লাভকরে এই সংক্রান্ত গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ এর পূর্বের বিধান বহাল রাখার দাবি জানাচ্ছি।

‎সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর