ঢাকা: গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেছেন, “পতিত স্বৈরাচার শেখ হাসিনা দিল্লিতে বসে আগামী জাতীয় নির্বাচন বানচালের চক্রান্ত করছেন।”
রোববার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
রাশেদ খান বলেন, “নানাভাবে নানা পন্থায় দেশে আবারও আরেকটি ১/১১ ধরনের সরকার গঠনের ষড়যন্ত্র চলছে। বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া যাবে না। এজন্য বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদ, এবি পার্টিসহ সব জাতীয় রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ যদি ক্ষমতায় ফিরে আসে, তাহলে বাংলাদেশে আবারও ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হবে। তাই মতপার্থক্য ও রাজনৈতিক প্রতিযোগিতা থাকা সত্ত্বেও আমাদের ঐক্য বজায় রাখতে হবে। আমরা যদি ক্ষমতার দ্বন্দ্বে জড়াই, তাহলে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমদের আত্মত্যাগ বিফলে যাবে, নতুন বাংলাদেশের স্বপ্ন নষ্ট হবে।”
জাতীয় সরকার গঠনের ওপর গুরুত্বারোপ করে রাশেদ খান বলেন, “আগামী ফেব্রুয়ারির নির্বাচনের পর রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় সরকারের কোনো বিকল্প নেই। এ বিষয়ে সব রাজনৈতিক দলের নেতাদের ভাবতে হবে।”
তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছে সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর ভূমিকার কারণেই। এখন সময় এসেছে রাষ্ট্রকে নতুনভাবে গড়ে তোলার, সংস্কার এগিয়ে নেওয়ার এবং নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠার।”