ঢাকা: স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণে’ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জনপ্রতি সিমকার্ড ব্যবহারের সংখ্যা ১০টি থেকে কমিয়ে ৭টি করা হবে। তবে ভবিষ্যতে এ সংখ্যা আরও কমিয়ে তা দু’টি করা হবে।
রোববার (২৬ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীর আলম বলেন, একজনের সিমকার্ড ব্যবহার করে অন্যজন অপরাধ করে। এতে করে প্রকৃত দোষী ব্যক্তি অনেক সময় ধরাছোঁয়ার বাইরে থাকে। এজন্য ব্যক্তি পর্যায়ে রেজিস্ট্রেশন করা সিমকার্ড কমিয়ে আনা হবে।
তিনি বলেন, আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য কাজ করছে সরকার। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকলে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।
দেশের গণমাধ্যমগুলো ইতিবাচক ভূমিকা রাখায় পার্শ্ববর্তী দেশ থেকে বাংলাদেশ নিয়ে অপপ্রচার কমেছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
নির্বাচনে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকালীন কতগুলো ঘটনা ঘটে। নির্বাচনে স্বামী-স্ত্রী একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করেন। ঘর ভাগাভাগি হয়ে যায়। এরকম ছোটখাটো ঘটনা ঘটে। একেবারে পুরো এলিমিনেট করে দিতে পারে, তা না।