প্রকৃতিতে চলছে হেমন্তকাল। কার্তিকের সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত তাই বাতাসে হিম হিম ঘ্রাণ। সেই ঘ্রাণের হাত ধরে ঘাস ও পাতাদের বুকে নেমে আসে শিশির। এই ক্ষণস্থায়ী শিশির ভোরের কমলা রোদে নেচে ওঠে ঝলমল। কখনো পাতাদের ফাঁকে ফাঁকে ঊর্ণনাভের বিছানো জালে মুক্তোর মতো ঝুলতে থাকে। কখনোবা হাত বাড়ালে জড়িয়ে যায় প্রকৃতির মায়ায়।
জীবনানন্দ দাশ লিখেছেন, ‘এই সব শীতের রাতে আমার হৃদয়ে মৃত্যু আসে;/ বাইরে হয়তো শিশির ঝরছে, কিংবা পাতা,/ কিংবা প্যাঁচার গান; সেও শিশিরের মতো, হলুদ পাতার মতো।’ তেমনি শীতের রাত নগরে আসতে ঢের দেরি। তবুও কুয়াশামাখা ভোরে শিশিরবিন্দু জানান দিচ্ছে— শীত আসছে।
কার্তিকের সকালে চট্টগ্রামের ফটিকছড়ির বারমাসিয়া এলাকা থেকে শিশিরের আগমনী ছবিগুলো তুলেছেন সারাবাংলার স্টাফ ফটোকরেসপন্ডেন্ট শ্যামল নন্দী।